Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। পাঁচ দিনের ৬৫ তম AICOG উদ্বোধন করলেন বিদ্যা বালন ।।

ইন্দ্রজিৎ আইচ :- বিশ্ব বাংলা মেলায় অনুষ্ঠিত হচ্ছে দা বেঙ্গল অবস্তেট্রিকস এন্ড গায়নকোলজির আয়োজনে ৬৫ তম অল ইন্ডিয়া কংগ্রেস অফ অবস্তেট্রিকস এন্ড গায়নকোলজি ( AICOG )।৪ জানুয়ারী সূচনা। সমাপ্তি ৮ জানুয়ারি।

প্রদীপ জ্বালিয়ে এই সন্মেলনের উদ্বোধন করেন বলিউড এর বিখ্যাত অভিনেত্রী ও পদ্মশ্রী বিদ্যা বালন ও অলিম্পিক সোনা জয়ী ও পদ্ম ভিভূষণ মেরি কম। তাদের উত্তরীয় ও ফুল দিয়ে বরণ করেন এই সন্মেলনের চেয়ারম্যান ভাস্কর পাল।

সন্মেলনে সারা ভারতবর্ষ থেকে ৮৫ শতাংশ ডাক্তার উপস্থিত হয়েছে। মোট ৯০০০ হাজার ডাক্তার এই সন্মেলন এ এসেছেন। কলকাতায় সদস্য সংখ্যা ১২০০।


বিশ্ব বাংলা মেলায় এই সন্মেলনের উদ্বোধন করে
অলিম্পিক গোল্ড মেডিলিস্ট ও পদ্মশ্রী মেরি কম ও জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালন বলেন মহিলাদের চিকিৎসার ক্ষেত্রে গাইনোকলজি ডাক্তার দের গুরুত্ব অপরিসীম সারা পৃথিবীতে।


তারা যেমন মহিলাদের নানা জটিল রোগের নিরাময় করেন তেমন বন্ধাত্ত কে নির্মূল করার ক্রমশ চেষ্টা করে যাচ্ছে । অনেক নতুন চিকিৎসা শুরু হয়েছে যা আমরা জানতে পারছি। আই বি এফ এর ক্ষেত্র অনেক সহজ হয়ে গেছে। এই সন্মেলনে বিদেশ থেকে ৮০ জন ডাক্তার এসেছেন। ১০০০ হাজার ডাক্তার ৫ দিনে বক্তব্য রাখবেন।

আয়োজকদের মধ্যে ডাঃ দিবেন্দু ব্যানার্জী জানালেন এবারের আমাদের ক্যাপশন হলো ” ক্রিয়েটিং টু মরো টুগেদার”। তিনি আরো জানালেন আজ থেকে ১০/১২ বছর আগে সারা পৃথিবীতে এক লক্ষ র বেশি প্রসূতি মারা যেতো। গত দশ বছরে প্রসূতির মৃত্যুর হার ১২০ জনের নিচে নেমেছে। সায়েন্স এত উন্নত হয়েছে যে কারণে আমাদের এই সাফল্য।

এই আয়োজক সংস্থার প্রেসিডেন্ট ডাঃ অবিনাশ চন্দ্র রায় জানালেন সারা পৃথিবীর ১২৬ টা জায়গা থেকে যারা এসেছেন তারা মাইক্রোসার্জারী, রোবোটিক সার্জারির পাশাপাশি অ্যানিমিয়া, ক্যান্সার, ব্লাড প্রেসার নিয়ে আলোচনা করেন অনেক ডাক্তার এবং পাবলিক ফোরামে মহিলাদের ওপর ভায়োলেন্স এর বিষয় নিয়ে আলোচনা করেন অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সেভ দা শিশু কন্যা এই বিষয় নিয়ে আলোকপাত করেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় ।



সবমিলিয়ে মিলন মেলায় জমে উঠেছে এই সম্মেলন।
এই সম্মেলন চলবে আগামী ৮ জানুয়ারি,রবিবার পর্যন্ত।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read