Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। পর্যটকদের আকর্ষন বাড়াতে নতুন রূপে গড়ে উঠছে ময়না রাজবাড়ি ।।

বাংলার ধর্ম মঙ্গলকাব্যের নায়ক লাউ সেন রাজার ঐতিহাসিক ঐতিহ্য ও সেই লাউসেন রাজার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে বদ্ধপরিকর পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাহুবলীন্দ্র রাজ পরিবার। তাই বাহুবলীন্দ্র পরিবারের উদ্যোগে ও প্রচেষ্টায় সাড়ম্বর উন্মোচিত হলো লাউ সেন রাজা, বুদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ ও বৈষ্ণব ধর্মের প্রচারক চৈতন্য দেবের প্রতিকৃতি।


শনিবার রাজ বাড়িতে বহু বিশিষ্টজনের উপস্থিতিতে ও সর্ব ধর্মের ধর্মগুরুদের মেলবন্ধনের এই অনুষ্ঠান সম্পন্ন হয় ।

ময়না রাজ পরিবারের সদস্যরা জানিয়েছেন হাজার বছরের পূরোনো ময়নার ঐতিহাসিক রাজবাড়ী।লাউ সেনের ইতিহাসও হাজার বছরের পুরানো।সেই ঐতিহ্যকে বর্তমান ও আগামী প্রজন্মের প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে এই উদ্যোগ গ্রহন করা হল বলে তাঁরা জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read