শনিবার গভীর রাতে আগুনে ভষ্মীভূত হল পুরো বাড়ি। এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার দয়ালচক গ্রামে।
কিভাবে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। তবে,ক্ষতিগ্রস্থ পরিবারের ধারনা প্রতিবেশীদের সাথে ফিসারি সংক্রান্ত বিবাদের জেরে আগুন লাগানো হতে পারে।
উল্লেখ্য, ফিসারিতে বিষ দেওয়ার অভিযোগ ঘিরে থানা, পুলিশ, আদালত আগে থেকেই চলেছিল। এবার আগুনে বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটল। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে
দাউ দাউ করে গ্রামবাসীদের চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় পুরো বাড়ি। বাড়ির দরজা, জানলা, আসবাবপত্র, সাইকেল থেকে শুরু করে সবকিছুই পুড়ে গেছে।
ফিসারি এলাকার মধ্যে অবস্থিত টালির চালা বিশিষ্ট পাকা বাড়িটির মালিক হলেন জনৈক চিত্তরঞ্জন দাস। তবে, ফিসারি সহ বাড়ির বর্তমান মালিক জনৈক প্রভাত কুমার দাস। যিনি বর্তমানে ফিসারিটি লিজে নিয়েছেন। চিত্তরঞ্জন দাস ও প্রভাত কুমার দাসের মধ্যে বিবাদ চলছে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে