মুসলিম ধর্মালম্বী পড়ুয়াদের ধর্মীয় বিশ্বাসে আঘাতের জেরে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ হাই স্কুলে বিক্ষোভ দেখালো অভিভাবকেরা।মিড ডে মিলের রান্নাকে কেন্দ্র করে এই উত্তেজনা বলে জানা গেছে।
বিক্ষোভ প্রদর্শনকারী অভিভাবকেরা জানিয়েছেন প্রায় সময়ে বিদ্যালয়ের মিড ডে মিলে পড়ুয়াদের মাংস খাওয়ানো হয় ।তাঁদের অভিযোগ মুসলিম ছাত্রদের মিড ডে মিলে মরা মুরগির মাংস খাওয়ানো হচ্ছে। নিয়ম অনুযায়ী মুরগীর মাংস হালাল করা হয়নি বলেই দাবী করেন তাঁরা। ফলে তাঁদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করা হচ্ছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন ।প্রসঙ্গত মহিষাদল রাজ হাই স্কুলে প্রায় ৮৫০ জন পড়ুয়ার মধ্যে ৩৫০ জন মুসলিম পড়ুয়া।
বিক্ষোভকারী অভিভাবকেরা দাবি করেছেন এর আগেও তাঁরা বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছিলেন।তার পরেও ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হলেন।
জানা গেছে অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ে মহিষাদল রাজ হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম তুঙ্গ,অ্যাসিস্ট্যান্ট শিক্ষকেরা ও স্কুলের পরিচালন কমিটি সবাই ভুল স্বীকার করে নেন। আগামী দিনে যাতে এই ভুল না হয় সেই বিষয়েও তাঁরা নজর রাখবেন বলে জানান