বাম ভোট বামে ঘুরতেই ফাঁকা পদ্ম ।সিপিএম কর্মীরা দুরত্ব বাড়াতেই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে প্রার্থী দিতেই পারলো না বিজেপি।খাতা খোলেনি তৃনমূলেরও।
রবিবার কলাবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিলো। ৯টি আসনে মোট ৯টি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলো।প্রসঙ্গত ৯টি আসনের মধ্যে মহিলাদের জন্যে সংরক্ষিত আসন ২টি , অসংরক্ষিত আসন ৬টি ও তফসিলি জাতির জন্যে ১টি আসন সংরক্ষিত।
তৃনমূল ও সিপিএমের প্যানেল পড়লেও বিজেপি প্রার্থী দিতে পারেনি।রবিবার এই ভোটের ফল প্রকাশ্যে আসতেই আত্মবিশ্বাসী বামেরা। ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আগে নিঃসন্দেহে তাদের বাড়তি অক্সিজেন জুগিয়েছে এই ভোটের রেজাল্ট। তবে এই ভোটকে আমল দিতে নারাজ তৃণমূল
Author: ekhansangbad
Post Views: ১১৩