পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ঝোকুড়কুল সমবায় সমিতি নির্বাচনে রামবাম জোট করে ফের মুখ থুবড়ে পড়লো সিপিএম ও বিজেপি।সব আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।
ঝোকুড়কুল সমবায় সমিতির মোট ১২টি আসন।সব আসনে প্রার্থী দিয়েই ১২ টি আসনেই জয়লাভ করল তৃণমূল কংগ্রেস। বিজেপি এবং সিপিএম এই সমবায় সমিতিতে খাতা খুলতেই পারল না।
এই সমবায় সমিতিতে তৃনমূল প্রার্থী দিয়েছিল ১২ টি আসনে।আসন সমঝোতা করে বিজেপি প্রার্থী দিয়েছিল ৬ টি আসনে ও সিপিএম প্রার্থী দিয়েছিল ৬ টি আসনে।তারপরেও খাতা খুলতে পারলোনা বিরোধীরা।
কোলাঘাট ব্লক তৃনমূল সভাপতি অসীম মাঝি জানিয়েছেন সিপিএমের নেতারা বামরাম জোটের কথা না মানলেও নীচুতলায় প্রকাশ্যে জোট করছে সিপিএম-বিজেপি নেতৃত্বরা।এই সমবায় সমিতির নির্বাচন তার প্রমান।অসীম বাবু আরো বলেন এদিন ভোট কেন্দ্রের কাছে সিপিএম ও বিজেপি কর্মীরা যৌথ ভাবে বুথ নিয়ে বসেছিলো।সেখানে সিপিএম ও বিজেপির পতাকা লাগানো ছিলো।মানুষ এই অনৈতিক জোটকে উপেক্ষা করে উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে।