পিছাবনী পূর্ব বাদলপুর ক্রিকেট একাদশের পরিচালনা ৪ দিন ব্যাপি ৮ দলিয় নক আউট ক্রিকেট প্রতিযোগিতা ” রীনারানী স্মৃতি” কাপ শুরু হলো। এই খেলার উদ্বোধন করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত।
উপস্থিত ছিলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, কাঁথি মৎস্য ইউনিয়নের সভাপতি আমিন সোহেল, কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামল দাস, মহিষগোট অঞ্চলের প্রাক্তন প্রধান নির্মল মিশ্র, ক্লাবের প্রান পুরুষ ধ্রুব নারায়ণ গিরি, চ্যাম্পিয়ন ট্রফির দাতা ব্যোমকেশ মন্ডল।
এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স দল ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা পাবেন। আগামী শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রথম দিন যে ২ দল অংশগ্রহণ করে সাতমাইল অনুপম ইলেভেন এবং কালিন্দী নসিমা কমিটি। ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ বেরা এবং ক্রীড়া সম্পাদক বিশ্বজিৎ খাটুয়া সবাই কে ধন্যবাদ জানান।