Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। সূর্যকান্তের হুশিয়ারি উপেক্ষা করে বাম-রাম জোটঃজয়ী তৃনমূল ।।

দলের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের হুশিয়ারি উপেক্ষা করে ফের বিজেপির সাথে জোট করে সমবায় সমিতির নির্বাচনে লড়াই করলো সিপিএম।যদিও এই জোট কোন প্রভাব ফেলতে পারেনি নির্বাচনী ফলাফলে।সমিতির ১২টি আসনেই শাসক দলের প্রার্থীরা জয়ী হল ।


পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের নেগুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হলো মঙ্গলবার । সমিতির ভোট প্রক্রিয়া সকাল ১০ টায় শুরু হয়। চলে বিকাল ৪ টা পর্যন্ত। এই কৃষি উন্নয়ন সমিতির মোট ভোটার ৯০৭ জন। আসন সংখ্যা ১২ টি।

জানা গেছে প্রতিটি আসনেই শাসক দল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বিজেপি ও বামেরা জোট করে প্রার্থী দিয়েছিলো।

গণনা শেষের পরে দেখা যায় ১২ টি আসনের ১২ টিতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছে। স্বাভাবিক ভাবে জয়লাভ করার পরে ঘাসফুল শিবিরে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। জয়লাভের পরে সবুজ আবির মাখিয়ে দেন শাসক দলের কর্মীরা। পথচলতি মানুষদের মিষ্টি মুখ করানো হয়। এদিনের জয়লাভের পঞ্চায়েত ভোটের আগে বাড়তি এক্সিজেন পাবে শাসকদল এমনটাই মনে করছেন ঘাসফুল শিবির।

অপরদিকে দিঘায় মাত্র ৪৮ঘন্টা আগে সূর্যকান্ত মিশ্র হুশিয়ারি দিয়েছেন।তার পরেও এগরায় সমবায় সমিতির নির্বাচনে রামের দল বিজেপির সাথে বামেরা জোট করে । প্রশ্ন উঠছে সিপিএমের নেতৃত্বকে কি উপেক্ষা করছে নীচুতলার কর্মীরা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read