কেন্দ্রের বিজেপি সরকার নোট বন্দী করার সময়ে মেদিনীপুর জেলার তিনটি সমবায় ব্যাঙ্ককে ব্যাবহার করে কোটি কোটি টাকা বদলেছে শুভেন্দু অধিকারী।বুধবার নন্দীগ্রামে পাড়া বৈঠকে এই অভিযোগ করেন যুব তৃনমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি সুপ্রকাশ গিরি।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ২ নং ব্লকের বলরামপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাটাই বৈঠকের আয়োজন করা হয়। এই চাটাই বৈঠক কর্মসূচিতে উপস্থিত কাঁথি সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, নন্দীগ্রাম ব্লক তৃনমূলের সহ-সভাপতি জয়দেব দাস, নন্দীগ্রাম ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ,নন্দীগ্রাম ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরুনাভ ভূঁইয়া সহ একাধিক নেতৃত্ব এবং কর্মী সমর্থক।
দলীয় সুত্রে জানানো হয়েছে এই চাটাই বৈঠককে আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উজ্জীবিত করা, এবং আগামী পঞ্চায়েতের লড়াই নিয়ে বিরোধী দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই, সেই লড়াইকে সম্মুখ সমরে রেখে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার এক প্রয়াস ।
সুপ্রকাশ গিরি বলেন নন্দীগ্রামকে ব্যাবহার করে নিজের রাজনৈতিক কেরিয়ার গড়েছে শুভেন্দু অধিকারী।আর সেই নন্দীগ্রামকেই বঞ্চনার মুখে ঠেলে দিয়েছে শুভেন্দু।উদাহরন দিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী নির্বাচিত হলে শুধু নন্দীগ্রাম নয়,সারা পূর্ব মেদিনীপুর জেলা উপকৃত হত ।এটা জানার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে জয়ী ঘোষনা করার পরেও,চক্রান্ত করে গননা কেন্দ্রের লোডসেটিং করে,নির্বাচন কমিশনের সার্ভার স্তব্ধ করে এক ঘন্টা পরে শুভেন্দু অধিকারীকে জয়ী ঘোষনা করা হয় । এতে নন্দীগ্রামের কি লাভ হল সেই প্রশ্ন করেছেন সুপ্রকাশ।একই সাথে সুপ্রকাশ গিরি দাবি করেছেন শুভেন্দু অধিকারী নির্বাচনে পরাজিত বলেই কলকাতা উচ্চ আদালয়ে রিকাউন্টিং এর যে মামলা হয়েছে,তার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
এর পরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে সুপ্রকাশ বলেন নোট বন্দীর সময়ে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্ক,কন্টাই কার্ড ব্যাঙ্ক এবং বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ককে ব্যাবহার করে কোটি কোটি টাকা বদল করেছে শুভেন্দু।সেই সময় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা এই ব্যাঙ্ক গুলির চেয়ারম্যান থাকায় এই সুযোগ নিয়েছে বলে দাবি করেন সুপ্রকাশ।