Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। পটাশপুরে সমবায় সমিতির নির্বাচনে জয়ী ঘাসফুলঃঘাড় ধাক্কা বামরাম জোটকে ।।

আবার পূর্ব মেদিনীপুর জেলায় সমবায় সমিতির নির্বাচনে ভোটারদের কাছে প্রত্যাখ্যাত হল বাম-রাম জোট ।বড় ব্যাবধানে শাসক দলের প্রার্থীদের জয়ী করে,জোট প্রার্থীদের রীতিমত ঘাড়ধাক্কা দিলো নির্বাচকেরা।


পটাশপুর ২ নং ব্লকের আড়গোয়াল পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হলো বুধবার। এদিন
সকাল ১০টায় ভোট প্রক্রিয়া শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলে। এই সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট ভোটার ৮৮২ জন। আসন সংখ্যা রয়েছে ১৪ টি। তবে ভোটের আগে ৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলো তৃণমূল ‌।তাই বাকী ১০টি আসনে এদিন ভোট গ্রহন হয় ।

জানা গেছে তৃণমূল ও বিজেপি বাম জোট উভয় পক্ষই তাঁদের প্রার্থী দিয়েছিলেন। টানটান উত্তেজনায় বুধবার সকাল থেকে ভোট হয় । বিকালে গননা শেষে দেখা যায় ভোটে ১০ টি আসনের ১০টিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। ফলে সমবায় সমিতির ১৪টি আসনের সবকটিতেই জয়ী হল তৃনমূল প্রার্থীরা।

স্বাভাবিক ভাবে জয়লাভ করার পরে ঘাসফুল শিবিরে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো। জয়লাভের পরে সবুজ আবির মাখিয়ে দেন শাসক দলের কর্মীরা। পথচলতি মানুষদের মিষ্টি মুখ করানো হয়। এদিনের জয়লাভের পঞ্চায়েত ভোটের আগে বাড়তি এক্সিজেন পাবে শাসকদল এমনটাই মনে করছেন ঘাসফুল শিবির।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read