দেশপ্রাণ ব্লকের সটিকেশ্বর মডার্ন পাবলিক স্কুলের আয়োজনে যুগপুরুষ স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস পালন উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সহ আলোচনা সভা আয়োজিত হয়।
স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। অন্যান্যদের মধ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন দীপু খাঁন, শিক্ষক সেক সরফরাজ হোসেন, সেক সোয়েব আলি,সন্তু বেরা,অভি মাইতি,সেক ইকবাল,ফুল কুমার নায়ক,জাহির আলি খাঁন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বলেন স্বামী বিবেকানন্দ যুগপুরুষ হিসাবে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বে আজও সমাদৃত। তাঁর আদর্শে সকলকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন।
Author: ekhansangbad
Post Views: ৯৫